অধিকার সেক্রেটারিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সেক্রেটারি আদিলুর রহমান খানকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে (মালয়েশীয় সময় রাত ৮টা ৫ মিনিট) আদিলুরকে দেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

এতে বলা হয়, ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আদিলুর।

এ সময় মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় তার নাম দেখতে পেয়ে তাকে ঢুকতে দেয়া হয়নি। পরে রাতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক’ আয়োজিত দুদিন ব্যাপী এক সম্মেলনে বক্তৃতা করার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন আদিলুর রহমান খান।

কিন্তু মালয়েশীয় অভিবাসন কর্তৃপক্ষের বাধার মুখে দেশটিতে প্রবেশ করতে পারেননি তিনি।

তার সঙ্গে মালয়েশীয় সরকারের আচরণকে হয়রানিমূলক বলে বর্ণনা করেছে মানবাধিকার গ্রুপগুলো।

আদিলুরকে কারও সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে তাকে বিমানবন্দরের হাজতখানায় আটকে রাখার অভিযোগ করেছিল মালয়েশীয় মানবাধিকার সংস্থা ‘ভয়েস অব মালয়েশিয়া পিপল’ (সুয়ারাম)।

আদিলুরকে অবিলম্বে মুক্তি দিতে এবং মালয়েশিয়া সফররত মানবাধিকার কর্মীদের প্রতি দেশটির অভিবাসন বিভাগের নিপীড়নমূলক হয়রানি বন্ধের দাবিতে সংস্থাটি একটি বিবৃতিও দিয়েছিল।

মালয়েশিয়া কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই প্রায় সময়েই গণতন্ত্রপন্থী বিদেশী মানবাধিকার কর্মীদের দেশটিতে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ করেছে মানবাধিকার গ্রুপগুলো।