অনলাইন গেম খেলে চোখ হারাচ্ছেন তরুণী

দিনের বেশিরভাগ সময় স্মার্টফোনে অনলাইন গেম খেলার খেসারত দিচ্ছেন এক চীনা তরুণী।

অনলাইন গেমের প্রতি আসক্তির খেসারত হিসেবে তার দুটি চোখের আলোই নিভে যাচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর ডান চোখের রেটিনা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। ‘রেটিনাল আর্টারি অক্লুসন’ রোগে আক্রান্ত তিনি।

এ রোগ সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। কম বয়সীদের মধ্যে এ রোগ নিতান্তই বিরল। চিকিৎসকদের কথায়, মোবাইল স্ক্রিনে একটানা অনেকক্ষণ তাকিয়ে থাকার ফলেই এ রোগে আক্রান্ত হয়েছেন ওই তরুণী।

তিনি জানিয়েছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে অফিসে কাজের পর এবং ছুটির সময় সারা দিনই গেম খেলতেন। মোবাইলে তার প্রিয় খেলা ছিল ‘অনার অব কিংস।’ এ খেলাটি চীনে খুব জনপ্রিয় অনলাইন গেম।

ওই তরুণীর কথায়- ‘ছুটির দিনে সকাল ৬টায় ঘুম থেকে উঠে প্রাতঃরাশ শেষে বিকাল ৪টা পর্যন্ত গেম খেলতাম। তারপর আবার কিছু খেয়ে একটু ঘুমিয়ে রাত ১টা অবধি খেলেই যেতাম।’

বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে তরুণী জানিয়েছেন, এই বদভ্যাসের জন্য তিনি অনুতপ্ত।