অবশেষে মেয়রের চেয়ারে মান্নান

একের পর এক মামলায় আসামি হয়ে এবং কারাবরণ করে দুই বছর সাড়ে চার মাস পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এমএ মান্নান। রোববার দুপুরে আদালতের রায় নিয়ে নগরভবনে এসে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর সিটি করপোশনের কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র।

এসময় তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ‘রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেন তিনি।

অধ্যাপক মান্নান বলেন, ‘অন্যায়ভাবে’ তাকে দুই বছর সাড়ে চার মাস সিটি করপোরেশনের বাইরে রাখা হয়।

গত ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার হয়। প্রায় ২২ মাস জেলে থাকতে হয় তাকে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার আদালতের রায়ের কপি পাওয়ার পর অবশেষে রোববার মেয়রের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মান্নান।