অবশেষে হাফিজ সাইদকে মুক্ত করছে পাকিস্তান

হাফিজ সাইদের গৃহবন্দী করে রাখার নির্দেশ ফিরিয়ে দিল পাকিস্তান। ২০০৮ সালের মুম্বাই অ্যাটাকের মূল চক্রী হাফিজ সাইদকে জঙ্গি তকমা দিয়ে গৃহবন্দী করে রেখেছিল পাকিস্তান।

জঙ্গি দমন আইনের আওতায় হাফিজ সাইদকে আটক করে গৃহবন্দী করে রাখা হয়েছিল। পুরোটাই বেআইনিভাবে করা হয়েছে এই অভিযোগে নিজের মুক্তির দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ।

লাহোর হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। তার আগে পাকিস্তান সরকারকে হাফিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উপযুক্ত প্রমাণ সহ জমা দিতে বলেছিল আদালত। কিন্তু তার পরেও আদালতে কোনও উপযুক্ত প্রমাণ দিতে না পারায় পাকিস্তান সরকারকে ভর্ৎসনাও করে আদালত।

তারপরেই বিচারপতি জানান, জঙ্গি কার্যকলাপের কোনও প্রমাণ না থাকা সত্তেও হাফিজ সাইদকে জঙ্গি তকমা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী আদালতের কাছে একাধিকবার আবেদন জানিয়েছিলেন হাফিজের আবেদন খারিজ করার।

ইতিমধ্যে আমেরিকা হাফিজ সাইদ ও তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে জঙ্গি ঘোষণা করেছে। সেকারণেই শুধু হাফিজকে গৃহবন্দী করে রাখা যেতে পারে না বলে জানায় আদালত।

সম্ভবত ২০১৮ সালের জানুয়ারিতেই তাকে মুক্ত করে দেওয়া হবে বলে সূত্রের খবর।