অ্যাপলের নতুন ইমোজিতে হিজাব পরা নারী

বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ডিভাইসগুলোতে চলতি বছরের শেষ দিকে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ইমোজি। এর মধ্যে একটি থাকছে হিজাব পরা নারী।

কয়েকদিন আগে বিশ্ব ইমোজি দিবসে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের মতে, তাদের নতুন ইমোজিগুলোর মাধ্যমে ব্যবহারকারী আরও স্বাচ্ছন্দে তাদের অনুভূতির প্রকাশ করতে পারবে।

গতবছরের নভেম্বরেই এক সৌদি কিশোরী প্রথম হিজাব পরা ইমোজির বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন। পরে সেটি ইউনিকোড অনুমোদিত হয়।

১৫ বছর বয়সী কিশোরী রায়ুফ আলহুমেধি ইউনিকোডকে বলেছিলেন, তাকে প্রতিনিধিত্ব করছে এমন কোনো ছবি নেই।

এজন্য ‘হিজাব ইমোজি প্রজেক্ট’ নামে ক্যাম্পেইন শুরু করেন তিনি। ওই ক্যাম্পেইনে বলা হয়, লাখো মুসলিম নারী ছাড়াও খ্রিস্টান ও ইহুদিরাও মাথায় স্কার্ফ ব্যবহার করেন।

ফেসবুকের হিসেবে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০০ কোটি ইমোজি পাঠান ব্যবহারকারীরা।