আফসান চৌধুরীর আগাম জামিন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরীকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা।

সোমবার (১২ জুন) বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম আসাদুজ্জামান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

গত ৮ জুন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করেন। মামলায় ফেসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সে সময় ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির (টাস্কফোর্স)’ প্রধান সমন্বয়ক ছিলেন তিনি।