আমেরিকার গভীর পর্যবেক্ষণে ভারত-চীন ইস্যু

ভুটান সীমান্তের বিতর্কিত এলাকা ডোকালাম অঞ্চলে এক মাস ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশই বিপুল সংখ্যক সেনা ও প্রচুর অস্ত্রসস্ত্র মজুদ করেছে সীমান্তে। শুক্রবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছে। উত্তেজনা প্রশমিত করতে দুই দেশকে আলোচনায় বসারও পরামর্শ দিয়েছে আমেরিকা।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র বিভাগের মুখপাত্র হিদার নুয়ের্ট বলেন, ‘ভারত-চীন ইস্যুটি আমরা গভীরভাবে এবং সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। সমস্যা মোকাবেলার চীন-ভারতও বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে যাচ্ছে। ‘ সূত্র: হিন্দুস্থান টাইমস