আরব বেদুইনদের রমজান

ইসলাম এসেছে মরুভূমির দেশ আরবেই। সে হিসেবে মরুঞ্চালের বেদুইনদের কাছে ইসালামের প্রথম যুগে দাওয়াত পৌঁছে। পবিত্র রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিমদের মত তারাও সিয়াম সাধণা করেন।

দ্য বেদুইন ওয়ে নামক এক ব্লগ থেকে জানা যায়, রমজান মাসে বিশাল মরুভূমি, যৎসামান্য পানি, খাঁখাঁ রোদের মধ্যে তাদের জীবন অন্যান্য দিনের মত সহজ হয়না। যদিও বছরের অধিকাংশ দিনই প্রকৃতির সঙ্গে তাদের লড়াই করতে হয়।

ব্লগটিতে আরো বলা হয়, তা সত্ত্বেও দিন শেষে ইফতারের সময় আনন্দের সীমা থাকেনা। পরিবারের সবাই মিলে এক সঙ্গে ইফতারের মজাই আলাদা।

মরুভূমির দেশ জর্ডান। জীবন যাপনের জন্য এটি পৃথিবীর কঠিনতম দেশগুলোর একটি। এখানে প্রকৃতির দানকে কাজে লাগাতে হলে এখনো দরকার হয় বেদুইনদের চিরায়ত জ্ঞান।

তেমনি এক বেদুইন সরদার আবু মোহামেদ। তার সঙ্গে কথা বলে জানা মনে তিনি যেন গাছের চলমান বিশ্বকোষ। যে কোনো প্রজাতি সম্পর্কে তিনি আপনাকে কিছু-না-কিছু বলতে পারবেন।

তিনি জানান, স্বজনদের খোঁজ-খবর করা- আমাদের রীতি। রমজান উপলক্ষে আবু মোহামেদের চাচাতো ভাইয়েরা তার সম্মানে উৎসব আয়োজন করেছেন। সেখানেই কথা হয় তার সঙ্গে।