আ’লীগের প্রস্তাবকে নিরপেক্ষ বলেছে ইসি : কাদের

সংলাপে আওয়ামী লীগের দেওয়া ১১ দফা প্রস্তাবকে নির্বাচন কমিশন নিরপেক্ষ বলেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের কার্যালয়ে সংলাপে বসে আওয়ামী লীগ। বেলা পৌনে ২টার দিকে সংলাপ শেষ হয়। সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ১১ দফা প্রস্তাব দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারসহ সবাই এর প্রশংসা করেছেন।’

তিনি বলেন, ‘কমিশনের সদস্যরা বলেছেন যে, এটি অত্যন্ত নিরপেক্ষ প্রস্তাব। তাদের কাছে এটি কোনো রাজনৈতিক দলের প্রস্তাব মনে হয়নি বলে আমাদের জানিয়েছেন।’

আলোচনা ইতিবাচক হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে প্রশংসা করেছেন, তার কোনো ব্যাখ্যা তিনি দিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি ওবায়দুল কাদের। এ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে বিএনপির সাথে সংলাপে জিয়াউর রহমানের প্রশংসা করেন সিইসি। পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন যে, তারা সিইসির সাথে সংলাপে এর ব্যাখ্যা চাইবেন।

সংলাপে এ বিষয়ে সিইসি কী ব্যাখ্যা দিয়েছেন তা জানতে চাইলে কাদের বলেন, ‘যে ব্যাখ্যা পেয়েছি সেটা বলতে চাই না।’
সিইসি এ বিষয়ে কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা সিইসিকেই জিজ্ঞেস করুন, আমি এটা বলব না। তবে আমাদের আলোচনা খুব পজিটিভ হয়েছে।’

এর আগে সকাল ১১টায় সংলাপে অংশ নিতে নির্বাচন ভবনে যান ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন ২১ সদস্যের প্রতিনিধি দল। দলের অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা পরিষদের সদস্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, অ্যাম্বসেডর জমির, রশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য রিয়াজুল কবির কাওছার।