আল-আকসা প্রবেশমুখে ইসরাইলি ক্যামেরা

জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রবেশমুখে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদের মুখেই সেখানে ক্যামেরা বসিয়েছে ইসরাইল।

ইসরাইলি সংবাদমাধ্যমে আভাস দেয়া হচ্ছে এর ফলে হয়তো মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়া হতে পারে।

তবে ক্যামেরা বসানোর ব্যাপারে ফিলিস্তিনিদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এর আগে এক হামলায় দু’জন পুলিশ নিহত হওয়ার পর আল-আকসার প্রবেশমুখে মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

একইসঙ্গে ৫০ বছরের কম বয়স্কদের সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ফিলিস্তিনিরা এর তীব্র প্রতিবাদ জানায়। শুক্রবার জুমার নামাজের পর থেকে তা তীব্র আকার ধারণ করে।

ফিলিস্তিনিদের চোখে ওই নিরাপত্তা ব্যবস্থা এই পবিত্র স্থানটির ওপর দখলদার ইসরাইলিদের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

এদিকে ব্যাপক বিক্ষোভের মুখে ইসরায়েলের মনোভাবে একটা পরিবর্তনের আভাস পাওয়া যায়। একজন উর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা মুসলিম বিশ্বের প্রতি বিকল্প নিরাপত্তা পদক্ষেপ কী হতে পারে তার প্রস্তাব দেবার আহ্বান জানান। এরপরেই ওই এলাকায় নতুন নিরাপত্তা ক্যামেরা বসানো হয়েছে।

মুসলমানদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের একে টেম্পেল মাউন্ট নামে পরিচিত পবিত্র এই জায়গা।

দুই তরফের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ছুরিকাঘাতে নিহত হয়েছে তিনজন ইসরায়েলি।