আল-আকসা মসজিদে জুমার নামাজ নিষিদ্ধ করায় ঢাকার নিন্দা

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষ জুমার নামাজ নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার ফিলিস্তিনি সমকক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং আল-হারাম আল শরিফের চারপাশে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ তার নিন্দা জানায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভিকটিমদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুর্নব্যক্ত করছি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।