ইনিয়েস্তাও বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেন!

অনেক গড়িমসি আর সময় ক্ষেপনের পর অবশেষে গত মাসে চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তা এখনো পর্যন্ত নতুন চুক্তি করেননি। কেন? কারণটা জানা গেল এবার। বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেন ইনিয়েস্তা! বাইরের কেউ নয়, বার্সা সমর্থকদের জন্য হতাশার এই ইঙ্গিতটা দিলেন ইনিয়েস্তা নিজেই। স্পেনের সবচেয়ে বেশী পঠিত দৈনিক এল পায়েসকে বলেছেন বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানার কথাই বিবেচনা করছেন তিনি!

বার্সেলোনা যুব একাডেমী লা মেসিয়াতেই বেড়ে ওঠা। এরপর পুরোটা ক্যারিয়ারই কাটিয়ে দিলেন বার্সেলোনায়। ন্যু-ক্যাম্প তার কাছে আপন ঘরের চেয়েও বেশী। না, বড় অঙ্কের টাকার লোভে পড়ে সেই ‘আপন ঘর’ ছেড়ে অন্যত্র ঠিকানা গড়ার কথা ভাবছেন ইনিয়েস্তা, ব্যাপারটা এমন নয়। ক্লাব বার্সেলোনার প্রতি তার আত্মনিবেদন নিয়ে সংশয় নেই কারো। ক্লাবের প্রতি ইনিয়েস্তার নিবেদন এতই উঁচুতে যে, বার্সার সদ্য সাবেক কোচ লুইস এনরিকে তাকে ‘বস বলে’ ডাকতেন!

তাহলে ঠিক কী করণে সেই ইনিয়েস্তা হঠাৎ করে বার্সা ছাড়তে চাইছেন কেন? কারণটা স্পষ্ট করে জানাননি। তবে বর্ষীয়ান মিডফিল্ডারের কথায় স্পষ্ট, ভেতরে ভেতরে ক্লাব কর্তাদের সঙ্গে মন কষাকষিই চলছে তার! ক্লাব ছাড়ার কথা বিবেচনা করার কথা ইঙ্গিত করে ইনিয়েস্তা বলেছেন, ‘আসলে এ কারণেই আমি চুক্তি নবায়ন করিনি। এমন কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, যে বিষয়গুলো সম্পর্কে আমি কিছু জানিই না। তবে আমি মনে করি সেগুলো খুবই সাধারণ ব্যাপার।’

ক্লাব বার্সেলোনার ভেতরের পরিবেশটা যে আগের মতো নেই, ইনিয়েস্তার কথায় ফুটে উঠেছে সেটাও, ‘৩ বছর আগে আমি এই ছবিটার কথা কল্পনাও করতে পারিনি। আগে এমনটা না করলেও এখন তাই আমি ভবিষ্যত নিয়ে কথা ভাবছি।’

বয়স ৩৩ হয়ে গেছে। পায়ে আগের সেই জাদুকরি ছন্দও নেই। সঙ্গে যোগ হয়েছে ঘনঘন চোটে পড়ার প্রবণতা। চোটের কারণেই যেমন রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে খেলতে পারেননি। আজ রোববার রিয়াল বেটিসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা কম।

তবে কী ক্লাবই তাকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে? এই মুহূর্তে বার্সেলোনা হয়তো সেই ভুল করবে না। কারণ জাভি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করেও বার্সেলোনা আরেকজন জাভিকে দলে ভেড়াতে পারেনি। ইনিয়েস্তার বিকল্পও তারা পাবে না। কারণ ইনিয়েস্তার মতো সৃষ্টিশীল মিডফিল্ডারের বিকল্প হয় না! ইনিয়েস্তারা আসেন যুগে যুগে। তবে বিক্রি করার কথা না ভাবলেও ইনিয়েস্তা যে ক্লাবে আগের মতো গুরুত্ব-মর্যাদা পান না, সেটা তার কথাতেই স্পষ্ট, ‘আমি একটা জিনিস পরিস্কার করে বলতে চাই, যারা এই জার্সিটার জন্য নিজেদের জীবনটা উজাড় করে দিয়েছে. ক্লাব তাদের প্রতি সম্মান হারিয়ে ফেলতে পারে না।’

ইনিয়েস্তার কণ্ঠে যে অভিমানের সুর, তাতে বার্সেলোনার পরিবর্তে অন্য কোনো ক্লাবই হয়ে উঠতে পারে তার আগামীর ঠিকানা।