ইন্দোনেশিয়ার স্টেশনে ফ্রি ওয়াই-ফাই প্রকল্প চালু করল গুগল

ইন্দোনেশিয়ার স্টেশনে ফ্রি ওয়াই-ফাই প্রকল্প চালু করল গুগল। এর মাধ্যমে দেশটির রেলস্টেশনগুলোকে বিনামূল্যের ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগের আওতাভুক্ত করবে এ মার্কিন সার্চ জায়ান্ট।

গুগল এক বিবৃতিতে জানায়, ইন্দোনেশিয়া জুড়ে শতাধিক রেলস্টেশনে দ্রুতগতির পাবলিক ওয়াই-ফাই ইন্টারনেট সেবা সরবরাহের লক্ষ্যে তারা সিবিএন এবং ফাইবারস্টার ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে। গুগলের স্টেশন ওয়াই-ফাই প্রকল্প শিগগিরই বিশ্বের আরো কয়েকটি দেশে চালুর পরিকল্পনা আছে। বর্তমানে ভারতে এ প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণে কাজ চলছে।

২০১৬ সালের জানুয়ারি মাসে ভারতের বেশকিছু রেলস্টেশনে বিনামূল্যের ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করেছিল গুগল। এজন্য রিয়েলটেল নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের মাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের মধ্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহ করা হচ্ছে। ভারতের তিন শতাধিক স্টেশনে ওয়াই-ফাই ইন্টারনেট সরবরাহের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।