ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো মরক্কো

পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতাকামীদের আন্দোলন ‘পোলিসারিও ফ্রন্ট’কে তেহরান সমর্থন করছে; এমন অভিযোগ এনে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

মঙ্গলবার মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পোলিসারিওকে সমর্থনের জেরে তেহরানে মরক্কোর দূতাবাস বন্ধ এবং রাবাতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিস্কার করা হবে।

পোলিসারিও ফ্রন্টের যোদ্ধাদের তেহরান এবং লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ করেছে রাবাত।

মরক্কোর পররাষ্ট্র মন্ত্রী নাসের বৌরিতা বলেছেন, আলজিয়ার্সে দূতাবাসের মাধ্যমে হেজবুল্লাহকে আর্থিক সহায়তা ও পোলিসারিওকে প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা করছে তেহরান। রাবাতের কাছে এই অভিযোগের পক্ষে নথি রয়েছে।

মঙ্গলবার সকালের দিকে তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রীর কাছে এসব নথি তুলে ধরেছেন বলে জানিয়েছেন বৌরিতা। এতে পোলিসারিওকে ইরানের অস্ত্র সহায়তার প্রমাণ রয়েছে।

সূত্র : আল-জাজিরা