ঈদের দিনে কাশ্মীরে সংঘর্ষ

ঈদের দিনেও সংঘর্ষ হয়েছে ভারতশাসিত কাশ্মীরে। একাধিক এলাকায় আইনশঙ্খলাবাহিনী সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আজ সোমবার সোপর, অনন্তনাগম রাজপোরা, সোপিয়ান ও শ্রীনগরের সাফাকাদাল এলাকায় এসব সংঘর্ষ হয়। দ্য হিন্দুস্তান টাইমস ও দ্য ডন এ খবর জানায়।

বিক্ষোভকারীরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, পুলিশ সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছে এবং নিজেদের মানুষই মনে করা হয়েছে বিক্ষোভকারীদের।

ঈদগাহে নামাজের ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করেছিল স্থানীয় পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা তা মানেনি। এর পরই স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে বিক্ষোভ করতে থাকে। তখন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

চলতি সপ্তাহেই শ্রীনগরে এম এ পণ্ডিত নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই এসব এলাকায় নিরাপত্তা জোরদার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই রমজান মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষসহ ৪৩ জন নিহত হয়েছে।