ঈদের পরও বাড়ি ফিরছে মানুষ

এখনও বাস টার্মিনাল আর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভির। অনেকেই যাচ্ছেন বাড়িতে। যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভিড় আর ঝক্কি ঝামেলা তারা এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি। আর কেউ কেউ যাননি টিকিট সংগ্রহ করতে না পারায়। তারাই মূলত ঈদের পরদিন থেকে বাড়িতে যাওয়া শুরু করেছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই প্রিয়জনের টানে বাড়ির পথে রওয়ানা দিতে টার্মিনালে ভিড় করতে থাকেন রাজধানীবাসী। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়েই ট্রেন ও বাসের ছাদে চড়ে বাড়ির পথে রওয়ানা দেন।

সকাল সাড়ে সাতটায় ট্রেন ছাড়ার কথা থাকলেও সাড়ে সাতটার পরও অনেক যাত্রী ট্রেনের বগিতে দাড়িয়ে ও দরজার পাশে বসে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন। ট্রেনের বগিতে যাদের জায়গা হয়নি ট্রেনের ছাদে চড়ে রাজধানী ছেড়েছেন তারা।

এখন যারা বাড়ির পথে রওয়ানা দিয়েছে তাদের বেশীর ভাগই মৌসুমী দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রেলস্টেশনের মতোই বাস টার্মিনালেও বাড়ি ফেরা মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

তবে রাস্তায় যানজট না থাকার কারণে এসব যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন বলে জানান পরিবহন শ্রমিকরা।