ঈদে ঢাকা থাকবে রৌদ্রজ্জ্বল, বেশি বৃষ্টিপাত সিলেটে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (রোববার) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে কাল (সোমবার) ঈদ। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদের চাঁদ দেখা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে ঈদের দিন।

এদিকে কাল (সোমবার) ঈদ হলে আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানীসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

রোববার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, আগামীকাল (সোমবার) ঈদ হলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাজধানী ঢাকায় সকালের দিকে আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, তবে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, হালকা বৃষ্টিপাত সারাদেশেই হতে পারে। তবে ব্যতিক্রম সিলেট বিভাগ। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সোমাবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা যায়, গতকাল শনিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছে।

উল্লেখ্য, নানা বিশ্লেষণে আবহাওয়া অধিদফতর বলছে, আজ (রোববার) সন্ধ্যায় আকাশে ঈদের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে আগামীকাল (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান দু’দিন আগে জানান, তিনি মনে করছেন ২৫ জুন (রোববার) আকাশে চাঁদ দেখা যাবে। সোমবার (২৬ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কারণ সম্পর্কে আবদুর রহমান বলেন-
প্রথমত, দিগন্ত থেকে আলটিচিউড ১০ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। ক্যালকুলেশনে দেখা গেছে, ওইদিন আলটিচুউড ১৪ ডিগ্রির উপরে থাকবে। এ হিসেবে চাঁদ দেখা যাওয়া প্রায় নিশ্চিত।

দ্বিতীয়ত, ২৪ জুন (শনিবার) সকাল ৮টায় নতুন চাঁদের জন্ম হবে। সূর্যের আলোতে চাঁদ দেখা যায় না বলে ২৫ জুন সন্ধ্যায় চাঁদের বয়স হবে ৩৪ ঘণ্টা। ফলে চাঁদ দেখা না যাওয়ার কোনো কারণ নেই।

তৃতীয়ত, গোধূলির পর আকাশে চাঁদ মাত্র ২০ মিনিট অপেক্ষা করলেই চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে ক্যালকুলেশনে দেখা গেছে, ওইদিন গোধূলির পর ৪৮ মিনিট অবস্থান করবে চাঁদ। দৈবাৎ কিছু না ঘটলে ২৫ জুন চাঁদ উঠা ও ২৬ জুন সোমবার ঈদ পালন হওয়া শতভাগ নিশ্চিত।