ঈদে তিন শতাধিক হলে তিন ছবি

কয়েক বছর ধরে ঢাকাই চলচ্চিত্রে যে ব্যবসায়িক মন্দা চলছে, তা বর্তমান সময়ে এসে আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। সাধারণ দিনগুলোতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রেক্ষাগৃহে দর্শক টানতে না পারায় অনেকটা বাধ্য হয়ে ঈদ উৎসবকে ঘিরে চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়। ঈদে ব্যবসা ভালো হওয়ায় প্রযোজকরা তাই মুখিয়ে থাকেন এ সময়ে ছবি মুক্তি দেওয়ার জন্য। তবে প্রেক্ষাগৃহের সংখ্যা কম হওয়ায় অনেক প্রযোজক চাইলেও ছবি মুক্তি দিতে পারেন না বেশি সংখ্যক হলে। বর্তমানে বাংলাদেশে সব মিলিয়ে প্রায় ২৫০টির মতো প্রেক্ষাগৃহ রয়েছে। এর বাইরে ঈদ উপলক্ষে কিছু বন্ধ প্রেক্ষাগৃহ মেরামত করে ছবি মুক্তি দিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় সব ধরনের ব্যবসায়িক সমীকরণ মাথায় রেখে এবার পবিত্র ঈদুল আজহায় তিনটি ছবি মুক্তি পাবে। এর মধ্যে দুটি শাকিব খান ও বুবলীর এবং একটি ছোটপর্দার অভিনেতা ডিএ তায়েব অভিনীত ছবি। শাকিব-বুবলী জুটির ছবি দুটি হলো শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’। অন্যটি আবদুল মান্নান পরিচালিত ছবি ‘রংবাজ’। তৃতীয় ছবিটি জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবি ‘সোনাবন্ধু’। ছবির কেন্দ্রীয় চরিত্রে ডিএ তায়েব, পপি ও পরী মণিকে অভিনয় করতে দেখা যাবে।

‘অহংকার’ ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘ছবিটি নিয়ে আমি শুরু থেকেই আশাবাদী ছিলাম। সিনেমা হল মালিকরাও ছবিটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। আমরা এরই মধ্যে ১৩৬টি সিনেমা হলে ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। হল মালিকদের কাছ থেকেও টাকা নিয়েছিলাম। কিন্তু আমাদের সার্ভার সংকটের কারণে ঈদে আমরা ১১৯টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে পারছি। আর বাকি হলগুলোকে টাকা ফেরত দিয়েছি।’

‘রংবাজ’ ছবি নিয়েও বেশ আশাবাদী ছবির পরিচালক আবদুল মান্নান। তিনি বলেন, ‘আমরা ঈদে ১৬২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিচ্ছি। আমাদের দেশে সার্ভার সমস্যা আছে, একমাত্র জাজ মাল্টিমিডিয়া ছাড়া আর কারো সার্ভার নেই, যা দিয়ে আমরা ছবিটি মুক্তি দিতে পারি। যে কারণে আমরা এর বেশি সিনেমা হলে ছবি মুক্তি দিতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, দর্শক এই ছবিতে নতুন কিছু পাবে। আমি আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ছবির প্রযোজক ভালো ছবি নির্মাণের জন্য সব ধরনের সহযোগিতা করেছেন। আশা করি, দর্শক ছবিটি দেখে পছন্দ করবে।’

লোককাহিনীনির্ভর ছবি ‘সোনাবন্ধু’ নিয়ে জাহাঙ্গীর আলম সুমনও কম আশাবাদী নন। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ফোক ঘরানার ছবি মুক্তি পাচ্ছে। ছবিটিতে আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি ও এ সময়ের ক্রেজ নায়িকা পরী মণি। তাঁদের সঙ্গে আছেন ছোটপর্দার অভিনেতা ডিএ তায়েব। সবকিছু মিলিয়ে আশাবাদী, ৪০টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। আশা করি, দর্শক এই ছবি থেকে ভিন্ন একটি আমেজ পাবে।’