এএসপি মিজানের গলার চারপাশে গোল দাগ

হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

বৃহস্পতিবার (২২ জুন) লাশের ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস এ কথা জানিয়েছেন।

তিনি জানান, মিজানের গলার চারপাশে একটা গোল কালো দাগ। মাথায়, বাম হাতে ও দুই পায়ে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। দুই গাল ও বুকের ওপরের অংশে আঘাতের চিহ্ন ছিল। যেসব জায়গায় আঘাত করা হয়েছে সেখানে রক্ত জমে গিয়েছিল। তবে তার চোখ ঠিক ছিল।

মিজানুর রহমানের ছোটভাই মাসুম তালুকদার জানান, রাজারবাগ পুলিশ লাইন ও আশকোনায় দুটি জানাজার পর টাঙ্গাইলের ঘাটাইলের ভুয়াপুরে নিজ গ্রামে এএসপি মিজানের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধ এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। রাতেই তার ছোট ভাই মাসুম তালুমকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এএসপি মিজানুর রহমান হত্যার শিকার হয়েছেন। অপরাধীদের দ্রুতই গ্রেফতার করা হবে।