একটুর জন্য বেঁচে গেল পৃথিবী!

প্রথমবার দেখা দেয়ার পরই মহাশূন্যে হারিয়ে যায় গ্রহাণুটি। কিন্তু চলতি বছরের জুলাইয়ে আবারও তা নজরে আসে। এবার তা ছিল ‘লুনার অরবিট’-এর মধ্যে।

তখনই বৈজ্ঞানিকরা বুঝতে পারেন যে, গ্রহাণুটি খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসবে। বৃহস্পতিবার ঘটে গেল সেই ঘটনা।

মহাজাগতিক এ ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বিজ্ঞানীরা। গ্রহাণুটির নাম ‘২০১২ টিসি৪’।

এটি প্রথমবার নজরে আসে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ‘প্যান-স্টারস’ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে। অ্যাস্টোরয়েডটি ২০১২ সালে আবিষ্কৃত হয় বলেই এমন নামকরণ করা হয় তার। ৫০ থেকে ১০০ ফুট ব্যাসের গ্রহাণুটির গতি ছিল ঘণ্টায় ১৬ হাজার মাইল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গেছে। অ্যান্টার্কটিকা থেকে তার দূরত্ব ছিল ২৭০০০ মাইল থেকেও কিছু কম। পৃথিবীপৃষ্ঠের নিরিখে এ দূরত্ব অনেক মনে হলেও মহাকাশে তা কিছুই নয়।