একদিনেই মারা গেছে ৩১ হজযাত্রী

সৌদি আরবে একদিনেই ৩১ জন হজযাত্রী প্রাণ হারিয়েছেন। রোববার রাতে তারা মারা গেছেন বলে সোমবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়।

দেশটির পক্ষ থেকে নিহতের কারণ এবং তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে নিহতদের সবাই বিদেশি নাগরিক।

১২ আগস্ট পর্যন্ত ৬ লাখ ২০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছার তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি। মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় হজে আসার সময় শেষ হওয়ার আগে আরও দুই মিলিয়ন হজযাত্রী সেখানে পৌঁছার সম্ভাবনা রয়েছে।

হজযাত্রীদের সেবায় সৌদির বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং পবিত্র দুই মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এক লাখ ৩৮ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে।

গত শনিবার কেন্দ্রীয় হজ কমিটির সঙ্গে এক বৈঠকে হজ এবং ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বানতান জানিয়েছেন, হজযাত্রীদের সেবা প্রদানে ৯৫ হাজারের বেশি পুরুষ এবং নারীকে নিয়োগ দিয়েছে তার মন্ত্রণালয়। এই নারী-পুরুষ ছাড়াও বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবী এবং বয় স্কাউট হজযাত্রীদের সেবায় কাজ করবে।

তার পরেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। এর আগে ২০১৫ সালে প্রায় দুই হাজার তিনশ হজযাত্রী পদদলিত হয়ে মারা গেছেন।

সূত্র : প্রেস টিভি, আনাদলু এজেন্সি