এবার নওগাঁর শোবার ঘরে ১৮ গোখরা

নওগাঁর: বিষধর গোখরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজশাহীর। সাপ যেন ছড়িয়ে বিভিন্ন জেলায়। সেই ধারাবাহিকতায় এবার নওগাঁয় একটি বাড়ির শোবার ঘরে ১৮টি বিষধর গোখরার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শুক্রবার (২১ জুলাই) জেলার নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের মোরশেদুল আলমের শোবার ঘর থেকে ১৮টি গোখরা সাপ মারা হয়েছে।

মোরশেদুল আলমের ছোট ভাই মোকসেদুল আলম জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় তার ভাবি জোছনা বেগম ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে ছিলেন। হঠাৎ তিনি পায়ের নিচে ঠান্ডা কিছু একটা অনুভব করেন। এসময় বিছানা থেকে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন তার পায়ের নিচে প্রায় এক হাত লম্বা একটি সাপের বাচ্চা। ভয়ে চিৎকার করে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন।

পরে বাড়ির লোকজনসহ প্রতিবেশিরা গিয়ে ঘরের আসবাবের ভেতর থেকে ৯টি গোখরা সাপের বাচ্চা পেয়ে সেগুলো মেরে ফেলেন। শুক্রবার (২১ জুলাই) সকালে মাটির ঘরের মেঝে ও দেয়াল খুঁড়ে আরো ৯টি গোখরা সাপ বের করে মেরে ফেলা হয়।

জোছনা বেগম বলেন, হঠাৎ করে সাপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে সবাইকে ডাকি।