এরকমই কখন সাদা, কখনও গোলাপি রুপ নেয় এই নদী?

এই আজব দুনিয়ার কোনও না কোনও প্রান্তে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে, যার উত্তর পাওয়া এক কথায় সম্ভব হয় না৷ সেই সব আজব ঘটনার ছবি বা ভিডিও কখনও ভাইরাল হয়ে ওঠে, আবার কখনও ভাবতে বাধ্য করে৷

এবার ফের সেরকমই এক আজব ঘটনা ঘটল কানাডায়৷ যার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে৷ ঘটনার সূত্রপাত গোলাপি রঙের নদীকে ঘিরে৷ কানাডার অ্যালবার্টা ওয়াটরন লেকস ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে এরকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়৷

তবে রোজ নয়৷ সাধারণত এই জলপ্রপাতের রঙ স্ফটিকের মতো স্বচ্ছ, এবং সেই দৃশ্যও কম রোমাঞ্চকর নয়৷ ভাগ্য ভাল থাকলে গোলাপি জলের ধারা দেখতে পাবেন আপনিও৷ সত্যি কথা বলতে কী, এই দৃশ্য পর্যটকরা দেখতে পেলে নিজেদের ভাগ্যবান বলে মনে করেন৷ কিন্তু কেন এই নদীতে গোলাপি জল দেখতে পাওয়া যায়? কী রহস্য রয়েছে এর পিছনে?

স্থানীয়রা বলছেন, যেদিন খুব বৃষ্টি হয়, সেদিনই গোলাপি জলের ধারা নেমে আসতে দেখা যায় পাহাড়ের উপরের নদী থেকে৷ আসলে পাহাড়ের উপরের দিকের মাটিতে অ্যাগ্রোলাইট নামে এক রাসায়নিক মিশ্রিত পলি দেখতে পাওয়া যায়৷

যা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নদীতে মিশলে জলের রঙ খানিকটা লাল বা গোলাপি হয়ে ওঠে৷ সেই সঙ্গে সূর্যের আলো এসে পড়লে যে কী মোহময়ী হয়ে ওঠে, সেটা এই ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন৷

ফটোগ্রাফাররা বলছেন, গ্রীষ্ম ও বর্ষাকালে গেলে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা যেতে পারে৷ যদিও এই দৃশ্য দেখতে পান ভাগ্যবানরাই৷ ঠিক যেভাবে স্বামীকে নিয়ে জলপ্রপাত দেখতে গিয়ে এই দৃশ্য চাক্ষুস করেন রচেল কফে৷

চোখের সামনে বর্ণহীন জলকে প্রথমে গোলাপি ও পরে টমেটোর মতো লাল হয়ে উঠতে দেখেন৷ তিনি নিজেই বলছেন, ‘আমি গত ৬ বছর ধরে মাঝেমধ্যেই এখানে বেড়াতে এসেছি৷ কিন্তু কখনও এরকম দৃশ্য দেখিনি৷ ভাবলে আমার গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে৷’