এরশাদকে সংবর্ধনায় নগরবাসীর চরম ভোগান্তি

পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে রোববার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাকে সংবর্ধনা দিতে আগে থেকেই বিমানবন্দর সড়কে অবস্থান নেন দলের নেতা-কর্মীরা। এতে করে যানজটে পড়ে চরম ভোগান্তি হয়েছে রাজধানীবাসীর।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রহিমা আক্তার লাকী গণমাধ্যমকে জানান, জাতীয় পার্টির প্রায় ১৫ হাজার নেতা-কর্মী বিমানবন্দর সড়কে জড়ো হয়েছিলেন। তারা এলোমেলো অবস্থানের কারণে বেলা ৪টা থেকে বিমানবন্দর সড়কে যান চলাচল আটকে যায়।

লাকী বলেন, কর্মীরা বিমানবন্দরের রাস্তার উভয়পাশে ছিল। তাই তাদের ভিড় এড়িয়ে যান চলাচলের গাড়ি ধীর ছিল। নেতাদের নিয়ে ট্রাকে চড়ে এরশাদ চলে যাওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান তিনি।

তবে সন্ধ্যা ৬টার পরও ওই সড়কে গাড়ির গতিছিল বেশ ধীর। একজন ভুক্তভোগী গণমঅধ্যমকে বলেন, বনানী থেকে উত্তরা জসিম উদ্দীন মোড় পর্যন্ত যেতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।