কমেছে শতভাগ পাস, বেড়েছে ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এ বছর ৩১৬টি কমেছে।

আবার শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭টি।

২০১৭ সালের এইচএসসি ও সমমানের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৪৮টি।

অন্যদিকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে। গতবছর এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫টি।

এ বছর মোট পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

যা গতবারের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ কম। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।

বিশ্লেষকরা জানান, মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এসএসসির মত এবার এইচএসসিতেও ফল বিপর্যয় ঘটেছে।