কম্পিউটারের মাধ্যমে ফোনে চার্জ দিলে তথ্য চুরি!

অফিসে বসে কাজ করছেন, হঠাৎ দেখলেন আপনার মোবাইলে চার্জ নেই। হাতের কাছে ডেটা ক্যাবলটা নিয়ে ফোনের সঙ্গে যুক্ত করেই ল্যাপটপ বা কম্পিউটারে লাগিয়ে চার্জ দেয়া শুরু করলেন। আপনি জানেন কী, এভাবে মোবাইলে চার্জ দেয়ার কারণে আপনি বিপদে পড়তে পারেন। আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। এমনই দাবি করছে ক্যাসপারস্কি ল্যাব।

ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে কম্পিউটারের মাধ্যমে ফোনে চার্জ অনেক তথ্য চুরি হয়ে যেতে পারে। যেমন; ফোনের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য, ফাইল সিস্টেম, ইলেকট্রনিক চিপ আইডি এসব চলে যেতে পারে হ্যাকারদের দখলে।

এসব তথ্য চুরি হওয়া ঠেকাতে ফোনটিকে চার্জে দেয়ার আগে মোবাইল ফোনে শক্তিশালী পাসওয়ার্ড দিতে পারেন অথবা ভালোমানের এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন।