‘কলকাঠি কারা নাড়ছে, সব জানি’

বিদেশে বসে বিএনপি নেতারা সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন করার মুরোদ নেই, আর বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। সব জানি আমরা, কারা কারা যাচ্ছে, কী আলাপ হচ্ছে। লন্ডনের খবর, দুবাইয়ের খবর, ব্যাংককের খবর, কি শলা-পরামর্শ হচ্ছে, কোন কোন পথ খোঁজা হচ্ছে শেখ হাসিনার সরকার হটানোর, সব খবর আমাদের কাছে আছে। কারা ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে, সব জানি।’

তিনি বলেন, ‘জনগণের রুদ্ররোষে এবার জন্মদিনে খালেদার কেক কাটার উৎসব পণ্ড হয়ে গেছে। বন্যার কারণ দেখিয়ে জনরোষের মুখে কেক না কাটলেও সুযোগ পেলে যে তিনি কেক কাটতেন তাতে কোনো সন্দেহ নেই।’

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গর্ত থেকে বেরিয়ে অনেকে লাফালাফি করেছিলেন। কিন্তু এখন তারা বুঝে গেছেন, ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব কর্পুরের মত উবে গেছে। হাফিজ সাহেব, মামাবাড়ির আবদার করেন? সংসদকে অবৈধ রায় দিয়ে আরেকটা উপকার চান? কয়েকদিন পর আরেককাঠি এগিয়ে গিয়ে বলবেন- ‘সুয়োমোটো’ রায় দিয়ে আপনাদের হারানো ময়ুর সিংহাসনে বসিয়ে দিতে।’

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রস্তুত হয়ে যান, এরা আবার ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ফিরে আসবে। কিন্তু নির্বাচনে জিতে তারা ক্ষমতায় আসতে পারবে না, কারণ জামায়াত না থাকলে ভোটকেন্দ্রেও বিএনপির লোক থাকতো না।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।