কলারোয়া পাইলট হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব সাতক্ষীরার শ্রেষ্ঠ

সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর পুরস্কার গ্রহন করেছে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচন ক্যাটাগরিতে জেলার ৪৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন।

১৮ অক্টোবর জেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হুমায়ুন কবীরের নিকট থেকে বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহন করেন প্রধান শিক্ষক মো: আবদুর রব ও শেখ রাসেল ল্যাবের দায়িত্বে থাকা মো: আব্দুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালের জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগীতায়ও ল্যাবটি জেলার ১ম স্থান লাভ করেছিল।

জেলার শ্রেষ্ঠস্থান লাভ করায় জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রোগ্রামার শরিফুল ইসলাম, সিআরআই জেলা প্রতিনিধি শেখ ফারুক হোসেনসহ অন্যন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উত্তরোত্তর সাফল্যর জন্য সকলের সহযোগীতা ও দোওয়া কামনা করেছেন করেছেন প্রধান শিক্ষক।