কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৪২ জন।

স্থানীয় সময় আজ সোমবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলের শিয়া অধ্যুষিত একটি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি অফগানিস্তান সরকারের উপপ্রধান মুহাম্মদ মোহাকিকের বাসার কাছেই অবস্থিত।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, দেশটির খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বহনকারী একটি বাসে ওই বিস্ফোরকবোঝাই একটি গাড়ি আঘাত করে। তখন গাড়িতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। কী কারণে হামলা চালানো হয়েছে, তা জানতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চলতি বছর মে মাসেও কাবুলে সন্ত্রাসী হামলা চালানো হয়। সেদিন একটি ট্রাকবোমা হামলায় নিহত হয় কমপক্ষে ১৫০ জন।

এর আগেও সন্ত্রাসী হামলায় বারবার কেঁপে উঠেছে আফগানিস্তান। সেগুলোর সঙ্গে জঙ্গি সংগঠন তালেবান অথবা ইসলামিক স্টেট (আইএস) জড়িত ছিল।