কুকুরের মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত

শিশুকে কামড়ানোর দায়ে কুকুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৬ মে) দেশটির পঞ্জাব প্রদেশের আদালত এমন রায় দিয়েছেন।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যাসিসট্যান্ট কমিশনার রাজা সালিম কুকুরকে ফাঁসিতে লটকানোর আদেশ শুনিয়েছেন। তার যুক্তি, কুকুরটি শিশুদের জখম করেছে। সুতরাং সেটিকে মেরে দেয়া উচিত।

কুকুরটির মালিক অতিরিক্ত ডেপুটি কমিশনারের কাছে ফাঁসির সাজা রদের আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শিশুটির পরিবার থানায় অভি‌যোগ জানিয়েছিল। তার ভিত্তিতে সেটিকে এক সপ্তাহ লক আপে রাখা হয়েছিল। এরপরেও তার কুকুরকে শাস্তি দেয়াটা ঠিক হবে না।