কুমিল্লায় বিএনপির প্রার্থীর বাড়িতে ‘হামলা-গুলিবর্ষণ’

কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসের কুমিল্লা নগরীর বাড়িতে হামলা চালিয়ে একটি প্রাডো গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর তালপুকুর পাড়ের মোহনা নামক বাড়িতে এ হামলা চালানো হয়।

সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস ও তার ছেলে ড. নাজমুল হোসেন শাহীন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়িতে বসে দুই উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা করছিলাম। রাত ১০টার দিকে প্রায় ২০/২৫ জন দুর্বৃত্ত মুখোশ পড়ে এসে আমার বাড়ির সামনে রাখা বি-পাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের গাড়িটি ভাঙচুর করে। এ সময় তারা ১০/১২ রাউন্ড গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণও করে। তাদের হামলায় আমাদের দুই/তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপারকে (এসপি) মুঠোফোনে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।