কুয়েতে ঈদুল আযহা ১ সেপ্টেম্বর

সেপ্টেম্বরের ১ তারিখ ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কুয়েত সায়েন্স ক্লাবের জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান বিভাগ। জ্যোতির্বিদ্যা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ২৩ আগস্ট ১৪৩৮ হিজরির যিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সেই হিসেবে ঈদ পালন হবে সেপ্টেম্বরের প্রথম দিন।

৩১ আগস্ট আরাফার দিন অর্থাৎ ৯ যিলহ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আরাফাত ময়দানে অবস্থানের দিন পালিত হলে শুক্রবার হবে ঈদ।

ঈদ উপলক্ষে গত সপ্তাহে ১৬ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে তিনদিন।

সূত্র : খালিজ টাইমস