কোম্পানীগঞ্জে টর্ণেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২৫

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে হঠাৎ টর্ণেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও সহ¯্রাধিক গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঘর ও গাছ ভেঙ্গে পড়ায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার উপকূলীয় এলাকা ৮নং চরএলাহী ইউনিয়নে টর্ণেডো আঘাত হানে। আহতরা হলেন, সুমাইয়া আক্তার (১৫), নাজমুন নাহার(২৩), আলেয়া বেগম (৩৩), ধনিয়া বেগম (৫৬), লাইলী বেগম (৪১), নূর নাহার (২৫) বেলাল (৪০) ও রওশন আরা (৩০) সহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে সুমাইয়া আক্তারকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতােেল প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ১,৩ ও ৪নং ওয়ার্ডে প্রবল বেগে টর্ণেডোটি আঘাত হানে। দশ মিনিট স্থায়ী এ টর্ণেডোর আঘাতে ৩টি গ্রামের ৫০টির অধিক বাড়ির প্রায় শতাধিক পরিবারের মধ্যে কিছু আংশিক আর বাকীগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একই সময় ওই এলাকার সহস্রাধিক গাছপালা উপড়ে গিয়ে বিধ্বস্ত হয়। টর্ণেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ৪নং ওয়ার্ডের নুর ইসলাম জানান, টর্নেডো তার ঘরটি উড়িয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত ঘরটি তিনি খুঁজে পাননি। পরিবারের সদস্যদের নিয়ে তিনি খোলা আকাশের নিচে অবস্থান করছেন। চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, টর্ণেডোটি ইউনিয়নের ১, ৩ ও ৪নং ওয়ার্ডে আঘাত হানলেও ১ ও ৪ নং ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ পরিবারই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। জরুরি ভিত্তিতে তাদের এখন সরকারি সাহায্য প্রয়োজন বলে জানান তিনি। এজন্য তিনি জেলা ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে দ্রæত ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।