কোহলিদের কোচ হতে আবেদন করছেন রবি শাস্ত্রী!

অনিল কুম্বলে কদিন আগেই ভারতীয় কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন কোচের সন্ধানে এখন বিসিসিআই। বিরাট কোহলিদের নতুন কোচের তালিকায় অনেক নামই শোনা জাচ্ছে।

বিসিসিআই যে নিয়োগপত্র প্রকাশ কলেছিল তার প্রেক্ষিতে আবেদন করেছিলেন বীরেন্দ্রর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত। এবার তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন রবি শাস্ত্রী।

কুম্বলের আগে ভারতের কোচ বা টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা শাস্ত্রী কোচের পদে আবেদন করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রবি শাস্ত্রীর এই আবেদনের খবরে ভারতের নতুন কোচ নিয়োগে বড় নাটকই জমে উঠলো। এক বছর আগে কোচ নিয়োগের সময় অনিল কুম্বেল প্রতিদ্বন্দ্বী ছিলেন শাস্ত্রী। কিন্তু শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভি ভি এস লক্ষণকে নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি বেছে নেন অনিল কুম্বলেকে। যদিও সেই সময় শাস্ত্রী ভারতীয় টিম ডিরেক্টর হিসেবে ছিলেন দারুণ সফল।

অবশ্য ওই সময় শাস্ত্রী নিয়োগ না পাওয়ায় সৌরভ গাঙ্গুলির প্রতি অভিযোগের তীর তাক করেছিলেন।

ভারতীয় মিডিয়ার খবর, ক্রিকেটারদের অনেকেই নাকি মনে মনে রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে চেয়েছিলেন। কারণ ড্রেসিং রুম থেকে মাঠে সর্বত্রই খেলোয়াড়দের সঙ্গে দারুণ সম্পর্ক শাস্ত্রীর। বিরাট কোহলির সঙ্গে সম্পর্কটাও। ঠিক যারা উল্টোটা কুম্বলে-বিরাট সম্পর্ক।

শাস্ত্রী এবার যদি আবেদন করেন তবে তিনিই ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে গত ৩১ মে প্রথম দফায় ভারতীয় কোচের পদে আবেদনের যে সময়সীমা শেষ হয়েছিল, সেই সময়ে আবেদন করেননি শাস্ত্রী। পরে সেই সময়সীমা বাড়ানো হয় ৯ জুলাই পর্যন্ত। শাস্ত্রী যাতে আবেদন করতে পরেন, একারণেই সময়সীমা বাড়ানো হয়েছে এমন সমালোচনাও এখন শুরু হয়েছে।