ক্রিকেটার থেকে রূপালি পর্দায় হ্যাটট্রিক শ্রীশান্তের

ক্রিকেটার থেকে পর্দায় হ্যাটট্রিক করতে চলেছেন শান্তাকুমারন শ্রীশান্ত৷মালায়লাম ভাষায় মুক্তি পাচ্ছে শ্রীসন্থ অভিনীত ‘টিম ফাইভ’। এর আগেও দু’টি ছবিতে অভিনয় করেছেন স্পট-ফিক্সিং কাণ্ডে নির্বাসিত ভারতীয় পেসার৷

২০১৩ আইপিএল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে আজীবন নির্বাসিত হন শ্রীশান্ত। এরপর আর ক্রিকেটে ফিরে আসতে পারেননি কেরলের ডানহাতি পেসার৷ তাই সিনেমা জগৎকেই বেছে নেন দক্ষিণী বোলার৷ বাইশ গজে ফেরার লড়াই চালিয়ে গেলেও বোর্ডের অনুমতি মেলেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী(২০০৭) ভারতীয় দলের এই সদস্যের৷

ক্রিকেট থেকে ক্রমশ দূরে সরে যাওয়া শ্রীশান্তকে ডান্সারের ভূমিকায় দেখা গিয়েছে অনেকবারই৷ এবার রুপালি পর্দায় নিজের নাম কামাতে নেমে পড়লেন তিনি৷টিম ফাইভ ছবিতে বাইক ছোটাতে দেখা যাবে শ্রীশান্তকে৷ লিড রোলে বাইক রেসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ ১৪ জুলাই মুক্তি পাচ্ছে শ্রীশান্তের এই ছবি৷ তামিল ও তেলেগু ভাষাতে দিনের আলো দেখবে তাঁর এই ছবি।