গণভবনের নিরাপত্তায় থাকা গুলিবিদ্ধ পুলিশ সদস্য মারা গেছেন

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের নিরাপত্তায় দায়িত্ব পালনরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রকেটশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্য আতিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢামেক-এর আবাসিক সার্জন জেসমিন নাহার।

গণভবনের উত্তর গেটে (মসজিদ সংলগ্ন) দায়িত্ব পালনের সময় শুক্রবার রাত পৌঁনে ১১টা থেকে ১২টার দিকে গুলিবিদ্ধ হন এসপিবিএন-এর এ সদস্য। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তবে তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন, সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার রাতে বলেন, এ ব্যাপারে এসপিবিএন আমাদের কিছুই জানায়নি। তারা নিজেরাই আতিকুর রহমানকে হাসপাতালে নিয়ে যায়।

এসপিবিএন-২ এর পুলিশ সুপার বলেন, এটা সন্ত্রাসী হামলা, না দুর্ঘটনা অথবা আত্মহত্যার চেষ্টা, তা কিছুই তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। স্পটে (ঘটনাস্থলে) গিয়ে তদন্ত করে এসব তথ্য জানানো যাবে।