গণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩৪৩ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় ইংরেজি বিভাগে প্রথমবারের মত এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোঃ তৌহিদুর ইসলাম সহ ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ইংরেজি বিভাগের প্রভাষক অধ্যাপক ড. আমজাদ হোসেন তার বক্তব্যে এমন উদ্যোগ নেয়ার জন্য সকলের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।এছাড়াও আগামী দিনগুলোও যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয় এই আশা ব্যক্ত করেন ।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী রনি খাঁ জানান, ‘সংযমের এই এই পবিত্র রমজানে নিজ বিভাগের সকলে মিলে ইফতারি করাটা আনন্দের। ঈদের ছুটিতে আর কিছুদিন পরেই প্রাণপ্রিয় ক্যাম্পাস আর বন্ধুদের ছেড়ে যেতে হবে। তাই ঈদের আগে সকলে ইফতার মাহফিলের মধ্যদিয়ে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় করার সুযোগ পাচ্ছি’।

এরপর ইফতারির পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।