গাবতলী গরুরহাটে আগুনে ব্যাপক ক্ষতি, পুড়ল ১১ গরু

রাজধানীর গাবতলী গরুর হাটে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত ১১টি গরু ও একটি ছাগল। অসুস্থ হয়েছে আরও বেশ কিছু প্রাণী। আগুনে দগ্ধ কয়েকটি পশুকে তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাটের ভেতরে থাকা খড়কুটায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, হাটের একটি ছাউনিতে আগুন লাগার পর তা পাশের দুটি ছাউনিতে ছড়িয়ে পড়ে। আগুনে ছাউনি তিনটির ভেতরে থাকা পশুগুলি ছটফট করতে থাকে। হাটের লোকজন অধিকাংশ গরু-ছাগল সরিয়ে নিলেও ১১টির মতো গরু ভেতরেই পুড়ে মারা যায়। এছাড়া পুড়ে মারা যায় একটি ছাগল।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা বেগম। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তবে তাৎক্ষনিকভাবে তিনি আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।