গ্রিসে ভূমিকম্পে নিহত ২

আজিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে গ্রিসের কোস দ্বীপে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। একই সঙ্গে এটি তুরস্ক উপকূলেও আঘাত হানে।

ভুমিকম্পের পর তুরস্কের পর্যটন শহর বোদরুমে সুনামি দেখা দেয়। এর ফলে ওই উপকূলীয় এলাকা হঠাৎ করে হাটু পানিতে তলিয়ে গেলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসির।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে, ৬ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে উৎপত্তিস্থল ছিল তুরস্কের বোদরুম উপদ্বীপের পর্যটন শহর বোদরুম। এটি গ্রিসের কোস দ্বীপ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

গ্রিসের কর্তৃপক্ষ জানায়, কোস দ্বীপের একটি ভবনের ছাদ ধসে দুজনের মৃত্যু হয়। এ অঞ্চলটি পর্যটনের জন্য বিখ্যাত।

নিহত দুজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কোস শহরের মেয়র জর্জেস কাইরিটসিস বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

অন্যদিকে বোদরুমের মেয়র মেহমুত কোতাদন বলেন, এখানে বেশ কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।