ঘরে ঘরে বন্দুক দেবে সরকার

ঘরে ঘরে বন্দুক! বিষয়টি রীতিমতো অবাক করা হলেও এমন সিদ্ধান্তই নিয়েছে পশ্চিম আমেরিকার দেশ কলোরাডো।

দেশটির ‘নুক্লা’ শহরে নাগরিকের নিরাপত্তার জন্য ওই শহরের প্রত্যেক বাড়িতে বন্ধুক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। খবর জি নিউজের।

২০১৩ সালে নুক্লা শহরে এমন অর্ডিন্যান্স জারি করা হলেও তেমন কার্যকর ছিল না।

তবে সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি করা হচ্ছে। বলা হচ্ছে, প্রতি বাড়িতে বন্দুক রাখতে হবে।

এজন্য প্রয়োজনীয় অর্থ জমা দিলে সরকারই বন্দুক সরবরাহ করবে।

অর্ডিন্যান্সে বলা হয়, সাধারণ নিরাপত্তা এবং আপদকালীন অবস্থার মোকাবিলা করার জন্য বাড়িতে বন্দুক থাকা আবশ্যক।

প্রসঙ্গত, ১৯৮২ সালে জর্জিয়ার কেনিস আইনসভায় পাস হওয়া একটি আইন দ্বারা অনুপ্রাণিত হয়েই নুক্লা শহর প্রশাসন এমন সিদ্ধান্ত নেয়।