ঘূর্ণিঝড়ে ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘুর্ণিঝড় ‘মোরা’য় উপকূলীয় অঞ্চলে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা স্থানীয় সব মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়েছি। এ কারণে ক্ষয়ক্ষতি বিশেষ করে প্রাণহানি একেবারেই কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন-সাহায্য সহযোগিতার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমরা এ ব্যাপারে তৎপর আছি।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কিলোমিটার বেগে আঘাত হানে। এরপর ৪-৫ ঘণ্টা সময় ধরে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে। এসময় কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যায়।