দলীয় বৈঠক চলাকালে

চাটখিল উপজেলা চেয়ারম্যান’সহ বিএনপির দুই নেতা আটক

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপির সাবেক চেয়ারম্যান’সহ দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। দুপুর ৩ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবদল সম্মেলনে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতিকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য দুপুরে স্থানীয় ছাত্রদল এবং যুবদল নেতাদের নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের বাড়িতে বৈঠকে বসেন দলের নেতারা। বৈঠক চলাকালে দুপুর ২টার দিকে বৈঠকস্থলে অভিযান চালায় পুলিশ। এসময় দলের নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ওই স্থান থেকে মোর্শেদ আলম ও লিয়াকত আলী ভুট্টুকে আটক করে পুলিশ। চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট আবু হানিফ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই নেতাকে আটকের কারন তারা এখনো জানতে পারেননি। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, আটককৃতদের এখনো থানায় আনা হয়নি।