চার্চে বিয়ে করে ব্রিটেনের সমকামী যুগলের ইতিহাস

বিয়েটা শুধু নারী-পুরুষের মধ্যেই হবে- শতাব্দীর পর শতাব্দী ধরে এমন রীতি চলে আসলেও এখন এটি উন্নত দেশগুলোতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একাধিক দেশে সমলিঙ্গে বিয়ে আইনি বৈধতা পেয়েছে।

অহরহ সমকামী লোকদের মধ্যে বিয়ের খবর প্রকাশিত হচ্ছে।

কিন্তু ব্যতিক্রমী নজির গড়লেন ব্রিটেনের এক যুবক। বৈধতা পেলেও সমকামীদের বিয়ে ধর্মীয় রীতি মেনে একটা হতো না। ব্রিটেনের ওই যুগল সম্প্রতি চার্চেই খ্রিস্টান ধর্মের আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করেন। এরা হলেন স্টিরলিং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এলিস্টেয়ার ম্যাথুস ও এডিনবার্গ সিটি কাউন্সিলের অভিবাসন বিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক পিটার ডিনি।

সম্প্রতি তার ব্রিটেনের এডিনবার্গের একটি চার্চে বিয়ে করেন। এ সিদ্ধান্ত নিতে বেশ বেগ পোহাতে হয় চার্চ কর্তৃপক্ষকে। তাদের নানা হুমকিও দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্বিঘ্নই হয়েছে বিয়েটা। সূত্র : ইনডিপেনডেন্ট