চিকিৎসা বিজ্ঞানে ফের বাঙালি ডাক্তারের সাফল্য, আসছে কৃত্রিম কিডনি

বহু মানুষ রয়েছেন যারা কিডনির সমস্যায় ভুগছেন৷ নিয়মিত নার্সিং হোমে ছুটছেন ডায়েলেসিসের জন্য৷ তবে খুব জলদিই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে অসংখ্য মানুষ৷ এ বছরের শেষেই বাজারে আসতে চলেছে কৃত্রিম কিডনি৷

এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বাঙালি চিকিৎসক শুভ রায়ের ও তার টিমের দীর্ঘদিনের গবেষণার ফল হিসেবেই তৈরি হয়েছে কৃত্রিম কিডনি৷

অস্ত্রোপচার সাহায্যে মানব শরীরে প্রতিস্থাপন করা যাবে এই ডিভাইসকে৷ চিকিৎসকরা জানিয়েছেন, এই ডিভাইসটি একেবারেই কিডনির মতোই কাজ করবে৷ রক্তকে ফিল্টার করবে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে, হরমোন নিঃসরণও ঘটাবে৷

ডাক্তার শুভ রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ডায়ালেসিসের মতোই কাজ করবে এই ডিভাইস৷ এর জন্য নার্সিং হোম গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হবে না৷’

সমীক্ষা থেকে দেখা গিয়েছে, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ২.২১ লক্ষ মানুষ ডায়ালেসিস করেন ৷ আর এর খরচা প্রায় ১৬৯.৭২ লক্ষ ৷ তবে এটা শুধুই তামিলনাড়ুর হিসাব৷ গোটা ভারত জুড়ে প্রায় ৬০ হাজার মানুষ কিডনির স্টোনের অপারেশন করে থাকেন৷

চিকিৎসক জর্জ আব্রাহম জানান, ‘অঙ্গদান ব্যাপারটা এখনও তেমন জনপ্রিয় হয়নি৷ তাই এই কৃত্রিম কিডনি বাজারে এলে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে৷ ’