চুল উঠছে? তাহলে টাক পড়ার লক্ষণগুলো চিনে নিন, সতর্ক থাকুন

স্নান করতে গিয়ে চুল উঠছে? চিরুনিতেও দলা দলা চুল? টাকের ভয়ে ঘুম ছুটেছে? ঘাবড়াবেন না। নিজেই জেনে নিন টাকের লক্ষণ। তাহলেই কেল্লাফতে। মাথা ভর্তি চুল থাকবে বহুদিন। হেয়ার এক্সপার্টরা বলছেন, কয়েকটি লক্ষণ দেখে টাকের ব্যাপারে আগাম সতর্কতা নেওয়া সম্ভব।

► টাক পড়ার এই লক্ষণগুলো চিনে নিন, সতর্ক থাকুন:-

১. হেয়ার লাইন থেকে চুল ঝরলে বুঝতে হবে টাক পড়ার সম্ভাবনা প্রবল।

২. খুস্কির সমস্যা চুলের গোড়া দুর্বল করে দেয়। ফলে চুল ঝরে গিয়ে টাক পড়ার সম্ভাবনা বাড়ে।

৩. কেউ রুগ্ন হলে মাথার স্কিনের টিস্যু ড্যামেজড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে চুল ঝরার সম্ভাবনা বাড়ে।

৪. চুলের ঘনত্ব কমে আসা টাক পড়ার পূর্ব লক্ষণ। চুল পাতলা হতে থাকলে বুঝতে হবে টাক পড়ছে।

৫. যাঁরা রক্তাল্পতায় ভোগেন, তাঁদের টাক পড়ার সম্ভাবনা বেশি। কারণ হিমোগ্লোবিন কম থাকলে চুল পুষ্টি পায় না।

৬. থাইরয়েড গ্রন্থি যদি স্বাভাবিকের তুলনায় কম সক্রিয় হয়, তাহলে টাক পড়ার সম্ভাবনা বাড়ে।

এই সব দিক খতিয়ে দেখে আগাম সতর্কতা নেওয়া যেতেই পারে। –জি নিউজ