জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে রুল

আদালত অবমাননার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.হারুন অর রশিদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন। আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাষক হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতাদি না দেওয়ায় ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিটের শুনানি নিয়ে আদালত হাফিজুর রহমানকে বেতন-ভাতাদি দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু আদালতের আদেশ সত্ত্বেও বেতন-ভাতাদি না দেওয়ায় ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন হাফিজুর রহমান। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ রুল জারি করেন।