জানেন কি এটিই বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম দেশ? বাকিটা জানলে চমকে যাবেন

আপনি হয়তো জানেন রাশিয়া হল বিশ্বের সবথেকে বড় দেশ৷ এই দেশের আয়তন প্রায় ১৭,০৯৮,২৫০ স্কোয়ার কিমি৷ কিন্তু আপনি কি জানেন? বিশ্বের সবথেকে ছোট দেশ কোনগুলি? একটি বা দুটি নয়৷ বিশ্বে রয়েছে প্রায় ২০টি ক্ষুদ্র গ্রাম৷ এই দেশগুলির মধ্যে রয়েছে-

১) ক্যারিবিয়ান সাগরে রয়েছে এমনই একটি দ্বীপঘেরা দেশ৷ এই দেশটির নাম সায়েন্ট লুসিয়া৷ এই দেশটির জনসংখ্যা প্রায় ১লক্ষ ৮৭হাজার৷ পর্যটকদের থেকেই যে আয় হয়, সেই টাকাতেই চলে এই দেশ৷ এটিই বিশ্বের অন্যতম ছোট দেশ৷

২) অ্যান্ডোরা৷ খ্রীষ্টপূর্বাব্দ ৮০৩-এ তৈরি হয়েছে এই দেশটি৷ এই দেশটির জনসংখ্যা প্রায় ৮৫হাজার মানুষ৷ প্রতিবছর ১০মিলিয়ন পর্যটক আসেন এই দেশে৷

৩) পালাউ৷ এই দেশটির আয়তন মাত্র ৪৫৯ স্কোয়ার কিমি৷ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি৷ এই দেশটির আয়তন মাত্র ২১হাজার৷ এই দেশটির অন্যতম আকর্ষনের জায়গা জেলিফিস হ্রদ৷ এটিই পর্যটকদের আকর্ষনের অন্যতম জায়গা৷

৪) বারবাডস৷ ক্যারিবিয়ান সাগরে দ্বীপে ঘেরা দেশ এটি৷ এই দেশের বাসিন্দা মাত্র ২লক্ষ ৯০হাজার৷ হলিউডের পপ তারকা রিহানার জন্মস্থানও এই দেশটি৷

৫) ভ্যাটিক্যান সিটি৷ এই দেশটির আয়তন মাত্র ০.৪৪স্কোয়ার কিমি৷ এটিই বিশ্বের সবথেকে ক্ষুদ্র দেশ৷ এই দেশটির জনসংখ্যাও সবথেকে কম৷ এই ধর্মীয় স্থানটি পর্যটকদের মধ্যে অন্যতম জনপ্রিয় স্থান৷-কলকাতা২৪