জুমার বয়ানে চিকুনগুনিয়া সচেতনতা

মশার কামড়ে চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। এজন্য চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ক বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়।

এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার খুতবার আগে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ে বয়ান দেওয়া হয়। এ ছাড়া নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে চিকুনগুনিয়া থেকে মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা জানান, ডিএনসিসির বিভিন্ন মসজিদে খুতবার আগে এ উদ্যোগে সাড়া দিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করেছে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ বিভিন্ন মসজিদে গিয়ে এ প্রচারণা কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করে।