ট্রাম্পের বক্তৃতা যেন ‘কুকুরের ঘেউ ঘেউ’!

জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণকে ‘কুকুরের ঘেউ ঘেউ’য়ের সাথে তুলনা করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে হুমকি দেন ‘রকেট ম্যান’ কিম জং উন ও উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে বাধ্য হতে পারে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের খবরে জানা যায়, ট্রাম্পের ভাষণকে কুকুরের ঘেউ ঘেউয়ের সাথে তুলনা করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের নিকটবর্তী একটি হোটেলের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন উত্তর কোরিয় পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং।

তিনি বলেন, ‘ট্রাম্প যদি মনে করে সে তার ঘেউ ঘেউ দিয়ে আমাদেরকে বোকা বানাতে পারবে তাহলে পরিস্কার সে আসলে স্বপ্ন দেখছে।’

ট্রাম্প তাদের নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ বলেছেন এ প্রসঙ্গ তার সামনে আনলে তিনি বলেন, ‘আমি তার সহযোগীদের জন্য দুঃখবোধ করছি।’

আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা দিতে যাচ্ছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং।