ডব্লিউডব্লিউই-তে প্রথম ভারতীয় নারী

ডব্লিউডব্লিউই-র ওম্যান টুর্নামেন্ট ‘দ্য মে ইয়ং ক্লাসিক’-এ সুযোগ পেয়ে নজির গড়লেন ভারতের কবিতা দালাল। তিনি ‘হার্ড কেডি’ নামেই পরিচিত।

তিনি সাবেক ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন গ্রেট খালির শিষ্যা।

ডব্লিউডব্লিউই-তে সুযোগ পাওয়ার জন্য তিনি খালির কাছে প্রশিক্ষণ নিয়েছেন। মোট ৩২ জন প্রতিযোগি ইয়ং ক্লাসিক টুর্নামেন্ট অংশ নিচ্ছেন। তার মধ্যে এশিয়া থেকে সুযোগ পেয়েছেন তিনিই।

এই নজির গড়ার পর আপ্লুত কবিতা বলছেন, ‘আমি গর্বিত এই নজির গড়ে৷ আমি এই সুযোগ কাজে লাগাতে চাই৷ আমি চাই আমার পারফরম্যান্স দেখে ভারতের মেয়েরা প্রফেশানাল রেসলিংয়ে এগিয়ে আসুক।’